রাজধানীতে অনুষ্ঠিত হয় রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ

রাজধানীর সেগুনবাগিচার কঁচিকাঁচা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ’। 

শুক্রবার (৩১ই জানুয়ারি) অনুষ্ঠিত এই আয়োজনে রাইজিং স্টার কোর্স সম্পন্নকারী ২৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ.এস.এম. জাহিদ। তিনি পাবলিক স্পিকিং-এর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া, ‘গেস্ট অব ইনস্পিরেশন’ হিসেবে মূল প্রেরণামূলক বক্তব্য দেন স্বনামধন্য মোটিভেশনাল স্পিকার ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের চিফ অ্যাডভাইজার জনাব মো. ড. আলমাসুর রহমান। পাবলিক স্পিকিং অফিসিয়ালের মুল লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মো: সোলায়মান আহমেদ জীসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাসান মাহমুদ (ডেপুটি কো-অর্ডিনেটর, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট), অ্যাডভোকেট আল মামুন রাসেল (চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন), শাফাক আহমেদ (প্রতিষ্ঠাতা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন), সান্তনু রায় (হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর, রিমার্ক), দেলোয়ার হোসেন (প্রেসিডেন্ট, ডিজিটাল মিডিয়া ফোরাম ও ম্যানেজার, বাংলাদেশ টাইমস)।

অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমাত তোহা, মোটিভেশনাল স্পিকার ড. আলমাসুর রহমান, স্পোর্টস প্রেজেন্টার ও কমেন্টেটর ড. অনুপম হোসেন, নিউজ প্রেজেন্টার ও মিডিয়া পারসোলিটি নুজহাত আফরিন এবং প্রফেসর ড. মো. জুলফিকার আলী (চেয়ারম্যান, বিজনেস স্টাডিজ বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)।

এছাড়া, ফাউন্ডার মেম্বার হিসেবে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচজন ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার মেম্বার সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। তারা হলেন, আমান উল্লাহ্ (এক্সিকিউটিভ ডিরেক্টর, এস এস গ্রুপ), জুয়েল আহমেদ (সিইও, জেএন ট্রেডিং এলএলসি, যুক্তরাষ্ট্র), রিনা আক্তার (রিয়েল এস্টেট কনসালটেন্ট), গোলাম সরওয়ার (এফএভিপি এবং ম্যানেজার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি) এবং ডব্লিউ এইচ লায়ন সৈয়দ সিয়াম (প্রতিষ্ঠাতা, বিআইএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফোরাম)।

বিশেষ আকর্ষণ হিসেবে ম্যাজিক্যাল স্পিকার এস.এ. ওয়ালিদ তার চমৎকার জাদু প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব ড. তৃনা ইসলাম। এছাড়া, অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনে যুক্ত ছিলেন। এই আয়োজনে পার্টনার হিসেবে ছিল নেক্সফ্লাই, ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, ভার্সিটি সারফার, জোহান ওশেন ও সালসাবিল ডেন্টাল কেয়ার। 

এই আয়োজনের মাধ্যমে পাবলিক স্পিকিং অফিসিয়াল জনসাধারণের মধ্যে জনসম্মুখে বক্তব্য প্রদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
শাপলা প্রতীক না দিলে ইসির নিবন্ধনের প্রয়োজন নেই : হাসনাত Oct 11, 2025
img
এমন কাজ করবেন না যেন সেফ এক্সিটের প্রয়োজন হয় : রুমিন ফারহানা Oct 11, 2025
img
জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে: কামাল হোসেন Oct 11, 2025
img
মির্জা ফখরুলের মতো কবিতা আবৃত্তি করে অনুষ্ঠান চাঙ্গা করলেন মির্জা ফয়সল আমিন Oct 11, 2025
img
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর মুন Oct 11, 2025
img
সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় : রেজাউল করীম Oct 11, 2025
img
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের ছেলে জয়ের Oct 11, 2025
img
পরামর্শকের দায়িত্ব পালন করছে হেফাজতে ইসলাম: এ্যানি Oct 11, 2025
img
দেড় যুগ পর পুরোনো ঠিকানায় ফিরছেন বালাম Oct 11, 2025
img
শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন Oct 11, 2025
img
মালদ্বীপে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি প্রবাসী Oct 11, 2025
img
নোবেল জয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা Oct 10, 2025
img
পুলিশ এখন বানরের মতো হয়ে গেছে, ওসির ক্ষোভ প্রকাশ Oct 10, 2025
img
অবকাঠামো উন্নয়ন তদারকিতে আনিকদের বরাদ্দ দিলো ডিএনসিসি Oct 10, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের Oct 10, 2025
বে জীবনের লক্ষ্য ঠিক করবেন | ইসলামিক টিপস Oct 10, 2025
ইসরাইলের জেল থেকে রেহাই পেলেন শহিদুল আলম! Oct 10, 2025
নানা চরিত্রে অভিনয়, ভোটার টানতে ভিন্ন কৌশলে স্বতন্ত্র প্রার্থী ! Oct 10, 2025
'জামায়াতের সাথে বিএনপির সিট ভাগাভাগির প্রশ্নই আসে না Oct 10, 2025
img
২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা ইইউর Oct 10, 2025