এআই নিচ্ছে মানুষের জায়গা; সিঙ্গাপুরের সর্ববৃহৎ ব্যাংকে ৪ হাজার পদ ছাঁটাই

প্রতিনিয়ত মানুষের কাজের জায়গা একটু একটু করে দখল করে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স( এআই)। এবার এ তালিকায় যোগ হলো সিঙ্গাপুরের সর্ববৃহৎ ব্যাংক ডিবিএস ।

ব্যাংকটি আগামী তিন বছরে চার হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে মানুষের সম্পাদিত অনেক কাজের দায়িত্ব নেবে। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ডিবিএসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘পরবর্তী কয়েক বছরে অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদগুলোর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই এই ছাঁটাই হবে।’

তবে স্থায়ী কর্মীরা এই ছাঁটাইয়ের ফলে প্রভাবিত হবেন না বলে জানিয়েছে ব্যাংকটি। পাশাপাশি ব্যাংকের বিদায়ী প্রধান নির্বাহী পিউশ গুপ্তা জানিয়েছেন, ডিবিএস প্রায় এক হাজার নতুন এআইসম্পর্কিত পদ তৈরি করবে।

এ সিদ্ধান্তের কারণে ডিবিএস প্রথম কয়েকটি বড় ব্যাংকের মধ্যে একটি হিসেবে উঠে এসেছে, যারা তাদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিশদ বিবরণ দিয়েছে। তবে ব্যাংকটি উল্লেখ করেনি, ছাঁটাইগুলোর মধ্যে কতগুলো পদ সিঙ্গাপুরের বা কোন কোন বিভাগ এতে বেশি প্রভাবিত হবে।

বর্তমানে ডিবিএসের আট থেকে ৯ হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। ব্যাংকটি প্রায় ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে।

গত বছর পিউশ গুপ্তা জানিয়েছিলেন, ডিবিএস এক দশকেরও বেশি সময় ধরে এআই নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা বর্তমানে আট শতাধিক এআই মডেল ৩৫০টিরও বেশি ক্ষেত্রে ব্যবহার করছি এবং ২০২৫ সালের মধ্যে এর আর্থিক প্রভাব এক বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

গুপ্তা চলতি বছরের মার্চের শেষে ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান উপপ্রধান নির্বাহী তান সু শান।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রসার এর সুফল ও ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ চাকরির ওপর এআইয়ের প্রভাব পড়বে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে, এআই সামগ্রিক বৈষম্য আরো বাড়িয়ে তুলবে।’

তবে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি গত বছর বিবিসিকে জানান, এআই কোনোভাবেই চাকরি ধ্বংসের প্রধান কারণ হবে না এবং মানব কর্মীরা নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে শিখবে। তিনি আরো বলেন, ‘এআইয়ের কিছু ঝুঁকি থাকলেও এর বিশাল সম্ভাবনাও রয়েছে।’

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না : ডা. শাহাদাত Sep 03, 2025
img
ইতালিতে রাজনৈতিক আশ্রয় চায় ৪০ হাজার বাংলাদেশি Sep 03, 2025
img
ফেনীতে 'সংঘাত’ এড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত Sep 03, 2025
img
আগামী ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় Sep 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা Sep 03, 2025
img
কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প Sep 03, 2025
img
শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় Sep 03, 2025
চীন বিশ্বকে জানাতে চাইছে শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বৈশ্বিক রাজনীতির নেতৃত্বেও হবে রদবদল! Sep 03, 2025
শিক্ষার্থীদের ওপর হামলার ৬০ ঘন্টা পর জড়িতদের বিরুদ্ধে চবি প্রশাসনের মামলা Sep 03, 2025
নির্বাচন নিয়ে যে চুড়ান্ত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Sep 03, 2025
নারী নিপীড়ন বিষয়ে যা বললেন সাদিক কায়েম Sep 03, 2025
সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চান উপদেষ্টা ফারুকী Sep 03, 2025
পুরুষদের প্রতি তামান্নার বিশেষ বার্তা! Sep 03, 2025
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন কৃতি শ্যানন! Sep 03, 2025
দামি কসমেটিকস নয়, ত্বকের যত্নে সারার সোজাসাপটা ফর্মুলা Sep 03, 2025
বিটিএস তারকা জাংকুকের স্বাস্থ্য নিয়ে উদ্বে''গ! Sep 03, 2025
অপু-শাকিবের ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের পথে, স্কুল ভর্তির প্রস্তুতি! Sep 03, 2025
img
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ Sep 03, 2025
img

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Sep 03, 2025
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি সাময়িক প্রত্যাহার Sep 03, 2025