প্রেম যোগ না বিয়োগ, কি আছে আপনার রাশিতে? জেনে নিন আজকের রাশিফল

আজ রবিবার ( ৯ মার্চ ২০২৫) । কর্মব্যাস্ত এই দিনে কেমন থাকবে সকলের ভাগ্য? সম্পর্কে অনেক উত্থান পতন দেখবেন। কিছু ঝামেলা পাকাতে পারে আজ।

মেষ/

শিশুদের সাহচর্য আজকে ভাল ফল দেবে। নতুন পথে এগিয়ে যান। প্রেমে নিবেদনে সাবধান। আজকে ঝামেলা পাকলে সমস্যা হবে। অযথা ঝামেলা থেকে এড়ানোই ভাল। সম্পর্কের অভিযোগ থেকে আজকে দূরে থাকুন। বিবাহিত জীবনে জটিলতা থাকবে, তাই সাবধান।

বৃষ/
দয়ালু স্বভাব থাকবে। আর্থিক উন্নতি সম্ভব, তবে টাকাকড়ি পরিশোধ করুন। গৃহস্থালির কাজ শেষ করুন। আজকে নতুন ধারণা বেশ কিছু পরিকল্পনা অনেক লাভ দেবে। বিতর্ক এড়িয়ে চলুন। মূল্যবান সময় নষ্ট করবেন না।

মিথুন/
গার্হস্থ্য উত্তেজনা ঝামেলায় ফেলবে। প্রিয়জনের সঙ্গে সময় বের করুন। নিজের জন্য অবসর সময় পাবেন। ব্যস্ত রাস্তায় আজকে অনেক কিছু শিখবেন। বিশ্বাস রাখতে হবে, তবেই এগোতে পারবেন। বিবাহ অত্যাচারের দিকে নিয়ে যাবে।

কর্কট/
জীবনের মূল্য দিতে শিখুন। অন্যের ব্যাপারে যত্নশীল হন। প্রচুর পরিমাণে অর্থের সুযোগ আসবে। নতুন করে কাজ শুরু করতে গেলে ভাবনা চিন্তা প্রয়োজন। বক্তব্যে অনেক পরিবর্তন আসবে।

সিংহ/
হাসতে থাকুন, তবেই সমস্যার সমাধান হবে। টাকা পয়সা বুঝে শুনে খরচ করুন। অন্যকে সাহায্য করবেন। যন্ত্রণা দূরে করতে হবে। রুক্ষ আচরণ বন্ধ করুন। কাউকে আঘাত করবেন না।

কন্যা/
দীর্ঘ অসুস্থতা থেকে মুক্ত পাবেন। স্বার্থপর ব্যক্তিকে এড়িয়ে চলুন। মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুন। একঘেয়েমি কাজ থেকে দূরে থাকুন। প্রেমঘটিত মেজাজ আজকে ভাল সুযোগ রয়েছে। নতুন কাজে অংশ নিন।

তুলা/
অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। অর্থ সাশ্রয় করতে হবে। সম্পর্কে গুরুত্ব দিন। পারিবারিক সমস্যা হবে। ব্যবসায় সময় নষ্ট হবে। নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না।

বৃশ্চিক/
মানসিক আশঙ্কা বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা রাখুন। নতুন টাকা পয়সা অর্জনের সুযোগ। সুখ শান্তি থাকবে। প্রেমে উচ্চ অভিজ্ঞতা। দিন চমকপ্রদ থাকবে।

ধনু/
 সমস্যা দূরে করুন। নিজের মত করে এগিয়ে যান। অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। প্রেমের সম্ভাবনা আছে। কিছু সম্পর্ক আপনার কারণেই নষ্ট হতে পারে।

মকর/
দুর আত্মীয়ের কাছ থেকে আজকে সুবিধা পাবেন। খুশির মুহুর্ত থাকবে চারিদিকে। লেনদেন নিয়ে শান্ত থাকুন। দীর্ঘ ভ্রমন এড়ানোই ভাল। দুর্বল থাকবেন। মানসিক চাপ নেবেন না।

কুম্ভ/
স্বাস্থ্যের দিক থেকে মন্দ কাটবে। নিজের ব্যাপারে সতর্ক হন। আর্থিক লেনদেন ভাল হবে। পারিবারিক উত্তেজনা থাকবে। উৎফুল্ল থাকুন। বাড়তি উদ্যম দেখা যাবে। উত্তেজনা পূর্ণ পরিবেশে নিজেকে সামলে রাখুন।

মীন/
দুঃসময় অনেক কিছু শেখাবে। মনে করে নতুন টাকা রোজগারের দিকে ধ্যান দিন। পুরনো কথায় ঝগড়া হতে পারে। সামাজিক জীবন অবহেলা করবেন না। সময় বের করে অন্যের সঙ্গে কথা বলুন। আজকে মূল্যবান সময় নষ্ট হবে।
 এফ পি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফের থানা হেফাজতে May 12, 2025
img
পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি May 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল May 12, 2025
img
জামালপুরে বিয়ের দাবিতে অনশনে তরুণী, পরিবারসহ প্রেমিক উধাও May 11, 2025
জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা May 11, 2025
img
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জয় গ্রেফতার May 11, 2025
img
বাংলাদেশের সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায় চীন May 11, 2025
সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে May 11, 2025
আ.লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস May 11, 2025
img
শারীরিক প্রতিবন্ধী হয়েও বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ১৯২তম May 11, 2025