কেমন হবে এ বছরের ঈদ ফ্যাশন


প্রতি বছরের মতো ঈদ উল ফিতরকে স্বাগত জানানোর প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই বছরের ঈদ ফ্যাশনে বৈচিত্র্য ও আধুনিকতার সমন্বয় দেখা যাচ্ছে। উৎসবের আমেজকে মাথায় রেখে প্যাস্টেল ও গাঢ়—দুই ধরনের রঙই রাজত্ব করছে ফ্যাশন দুনিয়ায়।

প্যাস্টেল রঙের মোহনীয়তা
যারা হালকা ও আরামদায়ক রঙ পছন্দ করেন, তাদের জন্য প্যাস্টেল রঙের পোশাক আদর্শ। এই বছর পাউডার ব্লু, ব্লাশ পিংক, ল্যাভেন্ডার ও মিন্ট গ্রিন বিশেষ জনপ্রিয়। সূক্ষ্ম এমব্রয়ডারি করা ব্লাশ পিংকের আনারকলি বা লেস-ডিজাইন করা মিন্ট গ্রিন কামিজ সেট পরিধান করলে অনন্য লুক তৈরি হয়। এছাড়া, হ্যান্ড পেইন্টেড শাড়ির চলও বেশ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ফুলেল নকশা ও মোটিফের ছোঁয়া রয়েছে। সকালে সাদা কাফতানের সৌন্দর্য অনন্য, যা রূপার গয়নার সঙ্গে দারুণ মানিয়ে যায়।

গাঢ় রঙের গ্ল্যামার
গাঢ় রঙের পোশাক তাদের জন্য, যারা আত্মবিশ্বাস ও শক্তিশালী উপস্থিতি ফুটিয়ে তুলতে চান। গাঢ় সবুজ, উজ্জ্বল মেজেন্টা ও আকর্ষণীয় লাল এই বছর বিশেষভাবে ট্রেন্ডে রয়েছে। জারদৌসি কাজ করা ম্যাজেন্টা কামিজ, সূক্ষ্ম এমব্রয়ডারি করা লাল কাফতান বা সোনালি সুতার ওড়নার সাথে লাল কামিজ সেট একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে আধুনিক। অ্যান্টিক সোনার গয়না, বোল্ড মেকআপ এবং গাঢ় লিপস্টিকের সঙ্গে এই পোশাকগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ডিজাইন ও কাটছাঁট
এবারের ঈদ ফ্যাশনে লম্বা হেমলাইন, ভারি ঘের ও সূক্ষ্ম হাতে কাজ করা নকশার ব্যবহার লক্ষণীয়। রেশম ও আরি কাজের সংযোজন যে কোনো পোশাককে উচ্চমাত্রার নান্দনিকতা দেয়। কাফতান, অনারকলি ও শাড়িতেও এই কারুকাজ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

অনুষঙ্গ ও স্টাইলিং
সাজকে পরিপূর্ণ করতে অনুষঙ্গের গুরুত্ব অপরিসীম। প্যাস্টেল পোশাকের সঙ্গে মুক্তার গয়না ও ন্যুড টোনের জুতো মানানসই, অন্যদিকে গাঢ় রঙের পোশাকের সঙ্গে মোটা সোনার গয়না, এমব্রয়ডারি করা পটলি ব্যাগ বা ঐতিহ্যবাহী খুসসা জুতা সাজে বিশেষ মাত্রা যোগ করে।

ব্যক্তিগত স্টাইলের গুরুত্ব
ঈদের ফ্যাশন মূলত ব্যক্তিত্ব ও ঐতিহ্যের সম্মিলন। কেউ হয়তো সাদা কাফতানের কোমল সৌন্দর্যে আকৃষ্ট হবেন, আবার কেউবা বেছে নেবেন গাঢ় সবুজ আনারকলির বোল্ড লুক। ব্যক্তিগত রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই সবচেয়ে আকর্ষণীয়, যা একজনকে আত্মবিশ্বাসী ও উজ্জ্বল করে তোলে।

এফপি

Share this news on:

সর্বশেষ

img
আল জাজিরার তথ্যচিত্রে সেনাপ্রধানের সাক্ষাৎকার, যা বলেছেন May 02, 2025
img
পাঁচ পাক-ভারত সীমান্তে গোলাগুলি May 02, 2025
img
রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার May 02, 2025
img
ফের আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা, সময় বেঁধে দিলো ব্রাজিল May 02, 2025
img
দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো তারিখ নেই: মান্না May 02, 2025
img
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন আজ May 02, 2025
img
গোয়েন্দাদের ধারণা,এখনও কাশ্মীরেই লুকিয়ে আছে হামলাকারীরা May 02, 2025
img
ভারতে স্কুলের খাবারে মৃত সাপ! অসুস্থ শতাধিক শিক্ষার্থী May 02, 2025
img
সরকারি ভ্যাকসিনে অর্ধশত গরু-ছাগলের মৃত্যু, তদন্তে মেডিকেল টিম May 02, 2025
img
হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু May 02, 2025