গরমে পায়ের গোড়ালির ফাটা দূর করবে যে ৪ জিনিস

গরমে সবার ত্বকেরই বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই ঋতুতে বেশির ভাগ মানুষই মুখ ও হাতের যত্নের দিকে বিশেষ নজর দেন। কিন্তু অনেক সময় পায়ের যত্ন নেওয়ার কথা ভুলে যান। ফলে পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা দেয়।

শীতে শুষ্ক ত্বকের কারণে পায়ের গোড়ালি ফেটে যায়। কিন্তু গরমেও যদি কারো পায়ের গোড়ালি ফাটতে থাকে, তাহলে তা মাঝে মাঝে চিন্তার বিষয় হতে পারে। এর পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন-পায়ের ত্বক খুব শুষ্ক হয়ে যাওয়া, পানির অভাব, ধুলাবালি, অতিরিক্ত ঘাম হওয়া এবং ভুল জুতা পরা।
যদি গ্রীষ্মে আপনার গোড়ালিও ফেটে যায়, আর তা যদি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে গরমেও ফাটা গোড়ালি সারিয়ে তোলা খুবই সহজ।

পায়ের গোড়ালি ফাটার কারণ
গ্রীষ্মে গোড়ালি ফাটার প্রধান কারণ হতে পারে শরীরে পানির অভাব। যার ফলে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে।তাতে পায়ের গোড়ালি ফেটে যায়। এ ছাড়া দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটলে ত্বক শক্ত ও শুষ্ক হয়ে যায়। এর ফলেও ফাটল ধরতে পারে।আঁটোসাঁটো সিন্থেটিক বা নিম্নমানের জুতো পরার ফলে গোড়ালি দ্রুত ফাটতে পারে। শরীরে ভিটামিন ই, এ এবং ওমেগা-৩ ফ্যাটি এসিডের ঘাটতির ফলেও গোড়ালি ফাটতে পারে।

এই ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করে দেখতে পারেন—

নারকেল তেল
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল লাগান। এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। যা ফাটা গোড়ালি দ্রুত সারিয়ে তোলে। তাই রাতে ঘুমোনোর আগে হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে নিন। গোড়ালিতে নারকেল তেল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। এরপর সুতি মোজা পরে ঘুমাতে হবে। প্রতিদিন এটা করলে তাড়াতাড়ি পায়ের গোড়ালি নরম হয়ে যাবে।

মধু ও ঈষদুষ্ণ গরম পানি
মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফাটা গোড়ালি সারায়। এর জন্য একটি পাত্রে হালকা গরম পানি নিন এবং এতে ২-৩ চা চামচ মধু যোগ করুন। এতে ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। হালকা হাতে স্ক্রাব করে পা মুছে একটু ক্রিম লাগান। সপ্তাহে ৩ বার এ কাজ করলে পায়ের ফাটা গোড়ালি দ্রুত সেরে যায়।

অ্যালোভেরা ও গ্লিসারিন
অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্লেমেটরি ও নিরাময় বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বককে নরম করে তোলে। এক্ষেত্রে ফাটা গোড়ালি ঠিক করতে ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। রাতে এটি গোড়ালিতে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন এবং সকালে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা গোড়ালিকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং দ্রুত সারায়।

কলার প্যাক
পাকা কলা একটি দুর্দান্ত প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যা ফাটা গোড়ালি সারিয়ে তোলে। ১টি পাকা কলা চটকে তাতে সামান্য নারকেল তেল দিন। এটি গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করলে গোড়ালি দ্রুত সেরে উঠবে।

এফপি/টিএ
 

Share this news on:

সর্বশেষ

২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025
পাকি"স্তানকে শায়েস্তা করতে কার সঙ্গে হাত মেলালো ভারত? Apr 30, 2025
img
মিরাজের স্বপ্নময় দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ Apr 30, 2025
img
টলিউডে পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া, প্রথম ছবিতে ঋত্বিক-সৌম্যর সঙ্গে জুটি Apr 30, 2025
img
‘হারিয়ে গিয়েছি’— উষ্ণ রাশির খোঁজে এখন নেটদুনিয়া! Apr 30, 2025
img
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫ Apr 30, 2025
img
রাজশাহীর বাজারে চড়া দামে রসালো ফল লিচু Apr 30, 2025
img
বিভেদ মুক্ত সমাজ গড়তে ভালোবাসা সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল Apr 30, 2025