জেনে নিন আজকের রাশিফল

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। দিনটি স্মরণীয় ও আনন্দের। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সন্তানদের সফলতা চমকে দেবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান বাস্তবায়িত হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।

মিথুন [২১ মে-২০ জুন]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। লম্বা দূরের সফরে সতর্ক থাকুন। আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ বিবাদ মীমাংসা হবে। প্রশান্তির বারি বর্ষিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। মামলা-মোকদ্দমায় জয়ী করবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে। লৌকিকতা পরিহার করুন। মাতা ও কন্যাসন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। আর্থিক ভিত মজবুত হবে। লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সখ্যের মেলবন্ধন রচিত হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দাম্পত্য কলহ-বিবাদ তীব্রতর হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ঘুষ উৎকোচসহ সব প্রকার দু-নম্বরি কাজ বর্জন করুন। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আটকে থাকা কাজ সচল হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পাওনা টাকা আদায় হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। দাম্পত্য কলহের মীমাংসা হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ত্রিপক্ষীয় আলোচনা শেষ, দ্রুতই শ্রম আইনে সংশোধন Apr 30, 2025
img
লকড হলো সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি Apr 30, 2025
img
গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Apr 30, 2025
img
পাকিস্তানের নাগরিকদের প্রতি কোনো অভিযোগ নেই : জাভেদ আখতার Apr 30, 2025
img
ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন Apr 30, 2025
img
আসামে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় ৩০ জন গ্রেফতার Apr 30, 2025
img
নতুন মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ৫ জন Apr 30, 2025
পহেলা মে'র আগেই রাস্তায় শ্রমিকরা Apr 30, 2025
img
পাকিস্তানের আকাশসীমা বন্ধ, যুক্তরাষ্ট্র-ভারত ফ্লাইটে সময় বেড়েছে ৪ ঘণ্টা Apr 30, 2025
img
হিন্দু-মুসলিম আমরা এক বৃত্তে দুই ফুল : মির্জা ফখরুল Apr 30, 2025