নিজেদের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর ঘোষণা

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, নন ট্যারিফ বাধা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

এ বিষয়ে গত রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সরকার কর্তৃক এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টা খলিলুর রহমান।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রথমে আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়াবো এবং তাদের থেকে এলএনজি এবং অন্যান্য পণ্য আমদানি করবো, যাতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।” তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়।

তিনি নন ট্যারিফ বাধা দূর করার বিষয়টি তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য হলো আমেরিকান ব্যবসায়ীদের জন্য প্রতিবন্ধকতা কমানো এবং দ্রুততার সঙ্গে বাণিজ্য আরও সহজ করা।”

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, “আমাদের মূল লক্ষ্য হলো পোশাক রপ্তানি এবং আমেরিকার বাজারে আমাদের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি করা। আমরা বুঝতে পারি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রভাব অন্য অর্থনৈতিক শক্তির ওপরও পড়বে, তবে আমাদের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা আমরা আরও বাড়াবো।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি।”

প্রধান উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “আমাদের স্বার্থ রক্ষা করেই আমদানি বাড়ানোর উপায় খুঁজছি এবং দ্রুত এ বিষয়ের সমাধান নিয়ে কাজ করছি।”

এসময়, সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই পরিকল্পনাগুলোর কার্যক্রম চূড়ান্ত করা হবে।

আরএ



Share this news on:

সর্বশেষ

‘মানবিক করিডর’ নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব Apr 30, 2025
বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার Apr 30, 2025
দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা Apr 30, 2025
সেকেলে সমরাস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস Apr 30, 2025
অপু বিশ্বাস, নিপুণ, নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা Apr 30, 2025
img
আবেদন কি শুধু সাজে? স্বস্তিকা মুখোপাধ্যায় যেন তার জবাব Apr 30, 2025
img
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কোথায় মজুদ আছে? Apr 30, 2025
img
আটকে আছে সাড়ে ৭ হাজার চিকিৎসকের পদোন্নতি Apr 30, 2025
img
কনটেন্ট ক্রিয়েটর কাফি এখন কোথায়? Apr 30, 2025
img
গাড়ির জ্বালানি বরাদ্দ দ্বিগুন পেলেন ঐকমত্য কমিশন সদস্যরা Apr 30, 2025