ইসলামি ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বৃহৎ ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার: গভর্নর

বাণিজ্য-অর্থনীতি
মোজো ডেস্ক
২০২৫-০৪-১০ ১৫:৫৫:৩০
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামি ব্যাংকগুলোকে একিভূত করে দুটি বৃহৎ ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী।

গভর্নর বলেন, বর্তমানে অনেক ছোট ইসলামি ব্যাংক রয়েছে, যেগুলোর বেশিরভাগই সমস্যাগ্রস্ত। এসব ব্যাংক একীভূত করে দুইটি বড় ইসলামি ব্যাংক তৈরি করা হবে এবং এর জন্য আইন ও তদারকির ব্যবস্থা চালু করা হবে। বৈশ্বিক পরিসরের উত্তম রীতিনীতি অনুসরণ করে এই কাজটি করা হবে। মনসুর উল্লেখ করেছেন যে একটি নিবেদিতপ্রাণ ইসলামি ব্যাংকিং আইনের অভাবে ইসলামি ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক ঘাটতি রয়েছে।

আন্তর্জাতিক মানের ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রচেষ্টা চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও উল্লেখ করেন যে আর্থিক অন্তর্ভুক্তির কাঠামোর অংশ হিসেবে ক্ষুদ্র ও ক্ষুদ্র ঋণ প্রচারের জন্য ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সগুলো সংশোধন করা হচ্ছে।

মানি লন্ডারিং সম্পর্কে তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করেছেন, তাদের দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। মানি লন্ডারিং রোধ এবং আর্থিক খাতে অখণ্ডতা পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি।

‘ফ্যাসিস্ট আমলে, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক এখন এই তহবিল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। এটি আমাদের জন্য একটি আইনি এবং নৈতিক বাধ্যবাধকতা।ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। এমনকি যদি পাচারকৃত অর্থ সম্পূর্ণরূপে উদ্ধার না করা হয়, তবুও আমরা জড়িতদের জীবনকে অত্যন্ত কঠিন করে তুলব।’

তিনি আরও বলেন, যদি কোনো ব্যাংকের বোর্ড ব্যাংকিং নিয়ম মেনে কাজ করতে ব্যর্থ হয়, তবে আমানতকারীদের স্বার্থে হস্তক্ষেপ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে বেশ কয়েকটি খারাপ পারফর্মিং ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে এবং তাদের পুনর্গঠন করেছে।

আমরা আশা করি ব্যাংকগুলো তাদের নিজস্বভাবে সঠিক শাসন প্রতিষ্ঠা করবে। যদি না হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক জনস্বার্থে পদক্ষেপ নেবে বলে সতর্ক করে দেন তিনি।

ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন। রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে।

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এবং আইনি ও নৈতিক পদক্ষেপের মাধ্যমে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে, সেগুলোর পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ১১টি ব্যাংক এবং পরে আরও দুটি ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করা হচ্ছে এবং ব্যাংক খাতে দ্বৈত শাসন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, যাতে ভবিষ্যতে ব্যাংক খাতে সমস্যা আগেই চিহ্নিত করা যায় এবং সমাধান করা সম্ভব হয়।

এসএম/টিএ

সর্বশেষ


বাণিজ্য-অর্থনীতি এর আরও সংবাদ

বিশ্ববাজারে পাম তেলের দাম কমল ১০ শতাংশ

স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে!

ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার মেট্রিক টন চাল

আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাজারকে আরও অস্থির করবে : বিশেষজ্ঞদের সতর্কতা

এপ্রিলের ২৬ দিনে প্রবাস আয় ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়

সিলেটে কার্গো ফ্লাইটের উদ্বোধন আজ

রোববার থেকে সিলেটে কার্গো ফ্লাইট শুরু

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেশে আসবে এলএনজি

ঢালাও দরপতনে বাজার থেকে ৭ হাজার কোটি টাকার মূলধন উধাও

মধ্যস্বত্বভোগীর কারণে অস্থির পেঁয়াজ ও তেলের বাজার, বাড়ছে নিত্যপণ্যের দাম

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা

বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম

চীনের শুল্ক ছাড়ের খবরে স্বর্ণের বাজারে স্বস্তি

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us