হিলি দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেসরকারিভাবে শুল্কমুক্ত সুবিধায় দেশে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে বুধবার (১৬ এপ্রিল) দেশে চাল আমদানি হয়নি। তবে বর্তমানে পূর্বের নিয়ম অনুযায়ি ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে। এ অবস্থায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালে ২ থেকে ৫ টাকা করে দাম বেড়েছে।

বন্দরের চাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, দেশে চালের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার গত বছরের ১১ নভেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়। এর ফলে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে আসছিলেন। প্রতিদিন গড়ে ১২০টি ট্রাকে ভারত থেকে চাল আমদানি করা হয়। শুল্কমুক্ত সুবিধাটি মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিল চাল আমদানি করার শেষ সময়। ফলে বুধবার থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে।

বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা আরও জানান, এখন ৬২ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করলে লোকসানের মুখে পড়তে হবে। কারণ দেশে কিছুদিনের মধ্যে বোরো ধান উঠতে শুরু করবে। তাই কৃষকের ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার পূর্বের ৬২ শতাংশ শুল্ক চাল আমদানিতে বলবত রেখেছে। একারণে ভারত থেকে চাল আমদানি সম্ভব হচ্ছে না। তবে বাজারে যদি দাম বেড়ে যায় তাহলে আমদানি করা যাবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বর্তমানে যদি কোনো ব্যবসায়ী ভারত থেকে চাল আমদানি করতে চান তাহলে তাকে ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করতে হবে। এতদিন শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করেছেন। বুধবার থেকে শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে গেছে। এ কারণে বুধবার ভারত থেকে হিলি বন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি।

বন্দরের পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, স্বর্ণা ৫ জাতের চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৪ টাকা, সম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭০ টাকায়, রত্না জাতের চাল ২ টাকা বেড়ে ৫৫ টাকায়, মিনিকেট ৫ টাকা বেড়ে ৭৪ টাকা, গুটি জাতের চাল ৪ টাকা বেড়ে ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ দিকে হিলি স্থল শুল্ক স্টেশনের দেওয়া তথ্যমতে, গত বছরের ১১ নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৫ হাজার ২৭৫টি ভারতীয় ট্রাকে ২ লাখ ২২ হাজার ৮৯০ হাজার মেট্রিকটন নন-বাসমতি (সেদ্ধ) চাল এবং ১০২৩টি ট্রাকে ৪০ হাজার ৫০০ মেট্রিকটন নন-বাসমতি (আতপ) শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করা হয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
জয়া আহসানের বোল্ড লুকে নেটমাধ্যমে ঝড়! Aug 22, 2025
img
লাল দলের পর এবার সবুজ দলও হারল যুবাদের কাছে Aug 22, 2025
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তারকা পারফরম্যান্সে রেকর্ড! Aug 22, 2025
শরীফুল খানের অর্জনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা Aug 22, 2025
ভোট কেন্দ্র পরিবর্তন নিয়ে যা বললেন উমামা ফাতেমা Aug 22, 2025
img
দণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী জামিনে মুক্ত Aug 22, 2025
ইনক্লুসিভ প্যানেলে নতুন দিগন্তের স্বপ্ন দেখছে ছাত্রশিবির Aug 22, 2025
img
ঢাকা ওয়াসার আর্থিক বিবরণ ও হিসাব খতিয়ে দেখার জন্য কমিটি গঠন Aug 22, 2025
img
অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার Aug 22, 2025
img
ডিএনসিসির ক্রয় কার্যক্রম সম্পাদনে কমিটি গঠন Aug 22, 2025
img
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়ালো দিয়াস Aug 22, 2025
img
আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী Aug 22, 2025
img
আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই : নুর Aug 22, 2025
img
ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল Aug 22, 2025
img
পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পাকিস্তানের বিবৃতি Aug 22, 2025
img
এমন সিনেমা বানাব, যা বিশ্বে তোলপাড় লাগিয়ে দিবে : জয় Aug 22, 2025
img
জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জানিয়েছে ২৩টি রাজনৈতিক দল Aug 22, 2025
img
ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ Aug 22, 2025
img
নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিথরদেহ মিলল মেঘনা নদীতে Aug 22, 2025
img
ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ: নুরুল হক নুর Aug 22, 2025