ছবি : সংগৃহীত
ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি করা জিটুজি চুক্তির আওতায় এ চাল কেনা হয়েছে। ওই চুক্তির আওতায় এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি রয়েছে। এরমধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে।
এমআর/এসএন