বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা ও নৌচালনা ব্যবস্থার উন্নয়নে দক্ষিণ কোরিয়া সরকার ৭৬ কোটি টাকার (প্রায় ৭০ লাখ মার্কিন ডলার) সম্পূরক ঋণ দিচ্ছে। “গ্লোবাল সামুদ্রিক বিপদ সংকেত ও নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত নৌচালনা ব্যবস্থা স্থাপ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই ঋণ দিচ্ছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)।
মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কোরিয়ান এক্সিম ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়ার পক্ষে এক্সিম ব্যাংকের ডিরেক্টর জেনারেল কিম কিসাঙ্গ নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই প্রকল্পটি বাস্তবায়ন করবে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর। এর আওতায় দেশের উপকূলীয় এলাকায় ৭টি আধুনিক লাইট হাউজ, কোস্টাল রেডিও স্টেশন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে চলমান জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি পুরনো লাইট হাউজ আধুনিকায়ন ও নতুন স্থাপন করা হবে।
এর আগে একই প্রকল্পে কোরিয়া সরকার ৪৫৫ কোটি টাকার ঋণ দিয়েছে। নতুন এই সম্পূরক ঋণের সুদের হার মাত্র ০.০১ শতাংশ, যা সাড়ে ১৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট সাড়ে ৪০ বছরে পরিশোধযোগ্য।
উল্লেখ্য, কোরিয়া ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে নমনীয় শর্তে ঋণ দিয়ে আসছে।
এসএস/টিএ