এবার পাকিস্তান স্থগিত করল ভারতীয়দের সকল ভিসা

ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে। গত মঙ্গলবারের ওই হামলায় একদল বন্দুকধারী পর্যটকদের ওপর গুলি চালায়, যাতে ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিলেন।

ঘটনাটিকে গত কয়েক বছরের মধ্যে কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে। হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর কমিয়ে আনে এবং একাধিক পদক্ষেপ নেয়, যার মধ্যে—দুই দেশের মধ্যে চলাচলের প্রধান স্থলপথ আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেওয়া এবং ৬০ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাও রয়েছে।

জবাবে পাকিস্তানও বেশ কিছু পাল্টা কড়া সিদ্ধান্ত নেয়। দেশটি ভারতের সব ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেয়, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করে। এছাড়া ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত কূটনীতিকের সংখ্যা ৩০ জনে নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ভারতীয় নৌ, বিমান ও সামরিক উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

এদিকে কাশ্মিরজুড়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকদিন ধরে বন্ধ থাকা স্কুল, দোকানপাট ও ব্যবসা এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে।

অন্যদিকে হামলার এই ঘটনার পর ভারতের বিভিন্ন জায়গায় কাশ্মিরি মুসলিম শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। জম্মু-কাশ্মির ছাত্র সংঘের প্রধান নাসির খুইহামি জানিয়েছেন, উত্তরাখণ্ডে একটি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর পক্ষ থেকে কাশ্মিরি শিক্ষার্থীদের মারধরের হুমকি দিয়ে একটি ভিডিও ছড়িয়েছে।

যদিও এই ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ. লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে : তাসনিম জারা May 02, 2025
img
মৌলিক সংস্কার আদায় না করে মাঠ ছেড়ে যাব না : সামান্তা শারমিন May 02, 2025
img
নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী বলে মন্তব্য হেফাজতে ইসলামের May 02, 2025
img
ওমানে দূতাবাসে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস May 02, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে May 02, 2025
img
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে : প্রধান বিচারপতি May 02, 2025
img
আমরা কোনো প্রেসে তালা দেইনি, সাংবাদিককে চাকরিচ্যুতও করিনি:প্রেস সচিব May 02, 2025
img
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম খুঁটি : আমীর খসরু May 02, 2025
img
‘আমিন আমিন’ ধ্বনিতে সমাপ্ত হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা May 02, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ : স্নিগ্ধ May 02, 2025