পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত। পহেলগামে হামলার জবাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। সার্কের অধীনে ভিসা প্রাপ্ত পাকিস্তানিদেরও ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার আরও এক ধাপ কঠোর হল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত। রাজ্য থেকেও পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ এল।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ দিন পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ২ দিন অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে।
এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতা করতে বলা হয়েছে। ওই বৈঠকেই সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক।
রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষ অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও রাজস্থানকে। তাদের রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা চিহ্নিত করে, সকল পাকিস্তানিকে ফেরত পাঠাতে বলেছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে বৈসরনে জঙ্গি হামলা হয়। হিন্দু পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় ২৬ জন পর্যটককে। এই হামলার দায় পাকিস্তানের উপরই দিয়েছে ভারত। ইতিমধ্যেই আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের বিদেশি কূটনীতিককে পাকিস্তানের যোগের প্রমাণ দেখান বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “প্রত্যেকটা জঙ্গিকে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। যারা এর নেপথ্যে রয়েছে, তাদেরও ছাড়া হবে না।”
আরআর/টিএ