বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা

বাণিজ্য-অর্থনীতি
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৬ ০২:২৯:০৩
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দুবাইয়েও। সেখানে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ৪৪০ দিরহামের ওপরে, আর ২২ ক্যারেটের দাম ৩৭০ দিরহাম ছাড়িয়েছে। বর্তমান দিরহামপ্রতি ৩৩.১৭ টাকা বিনিময় মূল্যে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় যথাক্রমে ১৪ হাজার ৫৯৪ এবং ১২ হাজার ২৭৩ টাকা।

এই ক্রমবর্ধমান দামের কারণে সোনা কেনার ধরনেও পরিবর্তন এসেছে। এখন অনেক ক্রেতা এককালীন সোনা না কিনে মাসিক কিস্তিতে সোনা কেনাকে বেছে নিচ্ছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইয়ের শীর্ষ জুয়েলারি প্রতিষ্ঠানগুলো এখন ক্রেতাদের জন্য নানা কিস্তি স্কিম চালু করেছে, যেখানে মাসে ১ থেকে ২ হাজার দিরহাম দিয়ে শুরু করা যাচ্ছে সোনা কেনা।

নির্দিষ্ট সময় শেষে জমা করা অর্থের বিপরীতে ক্রেতারা সোনা, গয়না, কয়েন কিংবা বার হিসেবে তাদের পছন্দের সোনা নিতে পারছেন। এতে অনেকেই দামের ওঠানামার চিন্তা না করে আগে থেকেই বিনিয়োগ করতে পারছেন।

দুবাইপ্রবাসী মন্দর খাতু জানান, ‘এই স্কিমের সবচেয়ে ভালো দিক হলো, আপনি চাইলে ১২ মাস পরে আরও এক বছর মেয়াদ বাড়াতে পারেন। আমি প্রথম বছর শেষে এক মাসের কিস্তি বিনামূল্যে পেয়েছি।’

জুয়েলারি দোকানগুলো জানিয়েছে, শুধু প্রবাসী নয়, দুবাই ভ্রমণে আসা অনেক পর্যটকও এখন এই কিস্তির পদ্ধতিতে সোনা কিনতে আগ্রহী হয়ে উঠছেন। আগে যেখানে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সোনা কেনা হতো, এখন অনেকেই পরিকল্পনা করে ধাপে ধাপে সোনা কিনছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত এক বছরে গয়নার বিক্রি কিছুটা কমলেও সোনার বার ও কয়েনের বিক্রি বেড়েছে। অর্থাৎ সোনা এখন শুধুমাত্র অলংকার নয়, বরং নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

বিশ্ববাজারে সোনার দাম বর্তমানে প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে। এরই প্রভাব হিসেবে দুবাইয়ে ২৪ ক্যারেটের সোনা পৌঁছেছে ৪১২ থেকে ৪৪০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৩৮৮ দিরহাম ছাড়িয়েছে। এই ঊর্ধ্বগতি শুরু হয় অক্টোবর ২০২৪ থেকে, মাত্র ছয় মাসে দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

এসএস

সর্বশেষ


বাণিজ্য-অর্থনীতি এর আরও সংবাদ

আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাজারকে আরও অস্থির করবে : বিশেষজ্ঞদের সতর্কতা

এপ্রিলের ২৬ দিনে প্রবাস আয় ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়

সিলেটে কার্গো ফ্লাইটের উদ্বোধন আজ

রোববার থেকে সিলেটে কার্গো ফ্লাইট শুরু

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেশে আসবে এলএনজি

ঢালাও দরপতনে বাজার থেকে ৭ হাজার কোটি টাকার মূলধন উধাও

মধ্যস্বত্বভোগীর কারণে অস্থির পেঁয়াজ ও তেলের বাজার, বাড়ছে নিত্যপণ্যের দাম

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা

বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম

চীনের শুল্ক ছাড়ের খবরে স্বর্ণের বাজারে স্বস্তি

হোল্ডিং ট্যাক্স প্রদানে মে মাসে কর-মেলা আয়োজন করবে ডিএনসিসি

দুই প্রকল্পে বাংলাদেশকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

চলতি বছরে দেশে ৩০ লাখ মানুষ নতুন করে ‘দরিদ্র’ হতে পারে

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us