প্রেম-বিচ্ছেদ নয়, জীবনের ছন্দে ফিরছেন সামিরা খান মাহি

মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও, অভিনয়ের মাধ্যমেই মূল পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী গত কয়েক বছরে অভিনয় দক্ষতায় দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।

গেলো কয়েক বছরে টিভি নাটক ও টেলিফিল্মে কাজ করে তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। তবে সম্প্রতি ব্যক্তিজীবনের কিছু মুহূর্ত নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মাহি জানালেন, তিনি এখন বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি বড় বোনের বিয়েতে পারিবারিক ব্যস্ততার মাঝেই সময় কেটেছে তার।

এর মধ্যেই ছড়িয়ে পড়ে, প্রেমিক সাদাত সাফি নাবিলের সঙ্গে নাকি তার বিচ্ছেদ হয়েছে! তবে এসব গুজব নিয়ে একদমই বিরক্ত মাহি।

কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগেই একটা অ্যান্থলজি ফিল্মের শুট শেষ করেছি। কাজ কমিয়ে দেওয়াতে এখন বেশ ভালো ভালো পরিচালকদের কাছ থেকে ফোন পাচ্ছি। সামনে আর বেশ কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। শিগগিরই নতুন কিছু কাজের খবর দিতে পারব আশা করছি।

আরএ/এসএন

Share this news on: