৩৩২ কোটি টাকার মালিক রেখা

ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেত্রী। সিনেমার পর্দা থেকে বহুদিন হয়েছে দূরে সরেছেন রেখা। কিন্তু নানা কারণে খবরে থাকেন তিনি। এই যেমন, হঠাৎ করেই অনুরাগীদের শোরগোল, রেখার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে।

তিনি বলিউড ডিভা। তাঁর অভিনয়, তাঁর রূপে মুগ্ধ গোটা দুনিয়া। অমিতাভের সঙ্গে নাম জুড়ে তাঁর প্রেম কাহিনি এখনও বলিউডে সুপারহিট। হ্য়াঁ, রেখা। ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেত্রী। সিনেমার পর্দা থেকে বহুদিন হয়েছে দূরে সরেছেন রেখা। কিন্তু নানা কারণে খবরে থাকেন তিনি। এই যেমন, হঠাৎ করেই অনুরাগীদের শোরগোল, রেখার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে।

সিনেমার কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন রেখা। কখনও অমিতাভের সঙ্গে জুটি বেঁধে, তো কখনও একাই একশো। এক সময় বিজ্ঞাপন বলতেই রেখাই ছিলেন সবচেয়ে জনপ্রিয়।

প্রথম থেকেই রেখার শখ ছিল বিলাসবহুল গাড়ির। সেই শখ কিন্তু পূরণ করেছেন অভিনেত্রী। সূত্রের খবর, ৬ কোটির একটা রোলস রয়েজ রয়েছে রেখার। শুধু তাই নয়, ১ কোটি ৬৩ লাখ টাকার একটি অডি এ ৮ রয়েছে। রেখার রয়েছে, ২ কোটি টাকার মার্সেটিজ এবং ২ কোটি ৩ লাখের বিএমডব্লু। তবে এখানেই শেষ নয়, মুম্বইয়ের যে বাংলোতে থাকেন তাঁর দাম ১০০ কোটি টাকা। জানা গিয়েছে, স্থাবর, অস্থাবর মিলিয়ে রেখার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা।

আরআর/এসএন

Share this news on: