পূর্ণিমার বয়স না বাড়ানো সৌন্দর্য ও রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিষেক হলেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্মজুড়ে। রূপ ও অভিনয়ের মেলবন্ধনে দেড় যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি।

রুপালি পর্দায় যাত্রা শুরু হয় প্রায় আড়াই দশক আগে, কিন্তু সময় যেন তাঁর সৌন্দর্যের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তাঁর উপস্থিতি বরাবরই নজরকাড়া। সম্প্রতি কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এ জনপ্রিয় অভিনেত্রীকে। ব্যক্তিজীবনে বেশ গোছানো পূর্ণিমা। তাঁর জীবন নিয়ে কোনো ধরনের বিতর্ক কিংবা গসিপ নেই বললেই চলে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তাঁর অসংখ্য অনুরাগী নিয়মিতই ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। বিশেষ করে তাঁর বয়স না বাড়ার মতো চিরসবুজ রূপের জন্য ভক্তদের মুগ্ধতা চোখে পড়ে বারবার।

আরআর/এসএন

Share this news on: