ছবি: সংগৃহীত
গরমে ত্বকের সমস্যা কমাতে ফেসিয়াল মিস্টের ব্যবহার অত্যন্ত কার্যকর। এটি ত্বককে শীতল ও হাইড্রেটেড রাখে, বিশেষ করে বাইরে থেকে ফিরে বা এসি রুমে দীর্ঘ সময় থাকার পর। ফেসিয়াল মিস্ট ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখে। এছাড়া, এটি ত্বকের উপর অতিরিক্ত তেল কমাতে এবং ত্বকের পোরসকে ক্লিন রাখতে সহায়তা করে ।
কীভাবে বানাবেন জেনে নিন
মধুর ফেস-মিস্ট
আধা কাপ পানিতে ২ চা চামচ মধু ও ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। মধুর মিস্ট স্প্রে করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী এই মিস্ট। মুখে মাখলে ব্রণ-ফুস্কুড়িও দূর হবে।
অ্যালোভেরা এবং শসার মিস্ট
১টি শসার রস, ২ চা চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। আধা কাপ পানিতে এই দুটি উপাদান মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। যখন দরকার হবে, বার করে মুখে, গলায় স্প্রে করে নিলেই ত্বকের প্রদাহ কমবে, ঘামের ফলে হওয়া সংক্রমণ থেকে রেহাই মিলবে। শসা এবং অ্যালোভেরা ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করবে।
টি ট্রি অয়েলের মিস্ট
আধ পানিতে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ব্যাগে রেখে দিন। গরমের সময়ে যদি ত্বকে ব্রণ বা র্যাশের সমস্যা বাড়ে, তা হলে এই মিস্ট স্প্রে করলেই কমবে। ত্বকের প্রদাহ কমাতেও উপকারী এই মিস্ট।
ল্যাভেন্ডারের মিস্ট
আধা কাপ ঠান্ডা ক্যামোমাইল চায়ে ল্যাভেন্ডার এসেনশিয়াল ৫ ফোঁটা মেশাতে হবে। দু’টি উপকরণ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। দরকারমতো স্প্রে করে নিলেই হবে। রোদে ত্বক কালচে হয়ে গেলে বা গালে দাগ ছোপ পড়লে এই মিস্ট স্প্রে করতে পারেন। ল্যাভেন্ডার ত্বককে দীর্ঘ সময় তরতাজা রাখবে।
আরএম/এসএন