পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন আদনান সামি। পহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, ২৬ এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়তে হবে। এর পরেই প্রাক্তন পাক মন্ত্রী প্রশ্ন তুলেছেন, আদনান সামি কি ভারতেই থাকবেন? পাকিস্তানে জন্ম নেওয়া আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন এবং ভারতীয় হয়ে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় হয়েছেন। তবে, কেন পাকিস্তান ছেড়েছিলেন আদনান, তা নিয়ে সংশয় রয়েছে।

২০২২ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তা-ও জানিয়েছিলেন গায়ক। আদনান লিখেছিলেন, “মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁদের উপর আমার রাগ নেই। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে আমি ভালবাসি।”

পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান লিখেছিলেন, “আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।” কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? গায়ক লিখেছিলেন, “এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

২০১৫ সালের জুন মাসে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন আদনান। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই এই দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। সেই বছরই ডিসেম্বরে তিনি এই নাগরিকত্ব পেয়েছিলেন।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Apr 29, 2025
দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা Apr 29, 2025
img
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানাল জাতিসংঘ Apr 29, 2025
img
গ্যালাক্সি এ০৬ উন্মোচন করল স্যামসাং Apr 29, 2025
img
পিএসসিকে আমি কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি : আসিফ মাহমুদ Apr 29, 2025
img
ভাড়া দিয়েই অভিষেকের আয় বছরে দুই কোটির বেশি Apr 29, 2025
বাজেট নিয়ে যা বললেন আবুল কালাম আজাদ Apr 29, 2025
img
এমন দেশ গড়তে চাই যেখানে মর্যাদা মিলবে গুনাগুণের ভিত্তিতে: ডা. শফিকুর Apr 29, 2025
ড. ইউনূসকে ক্ষমতায় চাওয়া ‘জনগণ’ কারা, প্রশ্ন বিএনপি’র Apr 29, 2025
নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার Apr 29, 2025