শিগগিরই পাস হচ্ছে সাইবার সুরক্ষা আইন, নিষিদ্ধ হচ্ছে অনলাইন জুয়া

সম্প্রতি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, শিগগিরই দেশে সাইবার সুরক্ষা আইন পাস হতে যাচ্ছে। নতুন এই আইনে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানিয়েছেন, নতুন আইনের কার্যকর হওয়ার পরপরই অনলাইন জুয়া পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, বেটিং ওয়েবসাইটগুলোও বন্ধ করে দেওয়া হবে।

এই আইনের আওতায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী কোম্পানিগুলোর অনলাইন জুয়া বা অন্যান্য অবৈধ কার্যকলাপে জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হবে। সম্প্রতি, বিকাশ ও রকেটের মতো এমএফএসগুলোর বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি ও ই-কমার্স এমএলএমের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো নতুন সাইবার আইনের আওতায় তদন্ত করা হবে।

ফয়েজ আহমদ আরও বলেন, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে তিনি জানান, অনেক অনলাইন জুয়া কোম্পানি ব্যাংক, পেমেন্ট গেটওয়ে ও এমএফএস/পিএসও/পিএসপির সঙ্গে যুক্ত। কিছু নির্দিষ্ট মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে এক পুল থেকে টাকা গিয়ে বিভিন্ন নম্বরে ক্যাশআউট হয়ে পাচার হচ্ছে। এসব কার্যকলাপ দেখেও না দেখার ভান করলে তা মেনে নেওয়া হবে না।

তিনি অবৈধ জুয়া চক্রের সঙ্গে জড়িত সবাইকে সাবধান করে দিয়ে বলেন, নতুন সাইবার আইন বাস্তবায়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Apr 29, 2025
দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা Apr 29, 2025
img
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানাল জাতিসংঘ Apr 29, 2025
img
গ্যালাক্সি এ০৬ উন্মোচন করল স্যামসাং Apr 29, 2025
img
পিএসসিকে আমি কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি : আসিফ মাহমুদ Apr 29, 2025
img
ভাড়া দিয়েই অভিষেকের আয় বছরে দুই কোটির বেশি Apr 29, 2025
বাজেট নিয়ে যা বললেন আবুল কালাম আজাদ Apr 29, 2025
img
এমন দেশ গড়তে চাই যেখানে মর্যাদা মিলবে গুনাগুণের ভিত্তিতে: ডা. শফিকুর Apr 29, 2025
ড. ইউনূসকে ক্ষমতায় চাওয়া ‘জনগণ’ কারা, প্রশ্ন বিএনপি’র Apr 29, 2025
নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার Apr 29, 2025