সাভারে ২৮ এপ্রিল নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খায়, যার ফলে আনোয়ারুল ইসলাম (৩৩) নামক একজন নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
এ ঘটনা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় ঘটে। ওই সময়, নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল ইসলাম নিহত হন এবং বাসে থাকা আরও তিনজন যাত্রী আহত হন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাসটি ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
এসএস/এসএন