পরিস্থিতি মোকাবেলায় মোদিকে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে, বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। ২২ এপ্রিল পহেলগাম হামলার ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এই অধিবেশনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

খাড়গে মোদিকে চিঠিতে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যখন ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি, বিরোধীরা বিশ্বাস করে যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা গুরুত্বপূর্ণ। এটি ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে নিরীহ নাগরিকদের উপর নৃশংস হামলা মোকাবেলায় আমাদের সম্মিলিত সংকল্প এবং ইচ্ছাশক্তির একটি শক্তিশালী প্রদর্শন হবে।

চিঠিটি কংগ্রেস সাংসদ এবং দলের যোগাযোগ শাখার প্রধান জয়রাম রমেশ সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করেছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীকে কংগ্রেস প্রধানের লেখা চিঠিটি পাঠানো হলো।

পহেলগাম হামলার পরপরই সরকার এর আগে বিরোধী নেতাদের সাথে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবহিত করার জন্য বৈঠকটি ডাকা হয়েছিল।

সে সময় খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন যে সরকারের যেকোনো পদক্ষেপের জন্য বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত এই হামলার জন্য শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের উপর ছিল না; দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে।’

মোদি ঘোষণা করেন, ‘এই হামলা যারা চালিয়েছে এবং যারা পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যা কেউ কল্পনাও করতে পারবে না।’

মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীরা গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে।


এসএন 

Share this news on: