পাহাড়ে কোলে বড় হয়ে ওঠা। কাশ্মীর, উত্তরাখণ্ড ও অরুণাচল— এই তিন জায়গা শৈশব থেকে কৈশোর কেটেছে সেলিনা জেটলির। ছোটবেলায় মাকে প্রশ্ন করতেন, “কবে শান্তিতে খেলতে পারব?”
বাবা সেনা আধিকারিক। কাশ্মীরের উধমপুরের আর্মি পাবলিক স্কুলের ছাত্রী তিনি।
সেলিনার কথা, ‘‘আমি মাকে জিজ্ঞেস করতাম, আমাদের কেন বন্ধুকধারী সেনাদের সঙ্গে স্কুলে যেতে হবে? সব সময় ভাবতাম, কেন ভয় নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের? আমি ছোটবেলাটা কাটিয়েছিলাম উত্তরাখণ্ডের রানিক্ষেতে। যখন কাশ্মীরে এলাম, চিত্রটা আলাদা। না গাছ থেকে ফুল পাড়তে পারতাম, না শান্ত মনে খেলতে পারতাম।” পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলায় শৈশবের সেই পুরানো স্মৃতি যেন ফিরে ফিরে আসছে সেলিনার।
অভিনেত্রীর একটাই প্রার্থনা— এই হিংসা বন্ধ হোক।
এসএন