ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও দর্শক নেই চট্টগ্রামে

বাংলাদেশ ক্রিকেট দল আর যেন দর্শক টানতেই পারছে না। জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারের জন্য আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল, খেলা দেখাতে হচ্ছে বিটিভিতে। এদিকে প্রথম টেস্টে সিলেটে তেমন দর্শক হয়ইনি।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও একই দৃশ্য দেখা গেছেন।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন।’

এখানে কিছু শর্ত অবশ্য আছে। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে বিনামূল্যে খেলা দেখতে হলে। সঙ্গে স্কুলের বৈধ আইডি কার্ড রাখতে হবে। এই শর্ত মেনেও খেলা দেখতে আসছেন না কেউ। দিনের প্রথম সেশনেও গ্যালারি খালিই পড়ে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরাও আগ্রহ দেখাচ্ছেন না এই ম্যাচে।

সিলেট টেস্টে বাজে খেলে হারলেও চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দিয়েছে। ৬০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর সাদমান ইসলাম আর এনামুল হক বিজয় মিলে রান তুলেছেন ১০৫। ফলে প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ।

সিরিজে ইতোমধ্যেই বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। এই ম্যাচে বাংলাদেশ জয় না পেলে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই এই ম্যাচ।

সে ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ পারফর্ম করছে বেশ ভালো। তবে দর্শকখরার বিষয়টা নিশ্চয়ই ভাবাবে বিসিবিকে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের ফিরিয়ে আনতে মাঠের পারফর্ম্যান্সটা খুব জরুরি দলের জন্য। সাদমান আর এনামুল মিলে আপাতত সে পারফর্ম্যান্সটা দিচ্ছেন। তা দেখেও যদি দর্শকদের মন গলে!

আরআর/এসএন 

Share this news on: