চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

যে জিতবে, শিরোপা তার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচটি অলিখিত ‘ফাইনাল’। এমন ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাদা-কালো শিবিরকে হারিয়ে ডিপিএলের হ্যাটট্রিক শিরোপা নিজেদের করে নিয়েছে আকাশী-নীলরা। মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএল ২০২৪-২৫ মৌসুমের শেষ দিনে নির্ধারণ হল লিস্ট ‘এ’ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। এই নিয়ে ২৪ বার ডিপিএলের শিরোপা জিতলো ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ-আরিফুল হকের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান। মাহমুদউল্লাহ-আরিফুল দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫০ রান।
রনি তালুকদারের ব্যাটে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে পারেনি। রনির ব্যাট থেকে আসে ৪৫ রান। মাঝে ৪২ রান করে ফরহাদ হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে দলে জয়ে দারুণ ভূমিকা রাখেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত-মোহাম্মদ মিথুন। দুই অভিজ্ঞ ক্রিকেটার ১৩৫ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মোসাদ্দেক ৭৮ ও মিথুন ৬৬ রানে অপরাজিত ছিলেন। ১৬ ম্যাচ শেষে ১৪ জয়ে মোট ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা উৎসবে মাতে আবাহনীর ক্রিকেটাররা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ