২০০৯-২০১০ মৌসুমের পর আর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিততে পারেনি মোহামেডান। এবারের আসরে মোহামেডানের জন্য শিরোপা জয়ের বড় সুযোগ ছিল। দলের হারার দিন এক অবাক করা ঘটনা ঘটালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডিপিএল ফাইনালে আবাহনীর কাছে হেরে মাঠ থেকে যখন বের হচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তখন গ্যালারি থেকে তাকে গালি দিলে দর্শককে পিটাতে যান।
ঘটনাটি ঘটে ম্যাচের শেষে, দলের ব্যর্থতা কাঁধে নিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন মাহমুদউল্লাহ। এ সময় পাশের গ্যালিরেতে থাকা একজন দর্শক তাকে ভুয়া বলেন। সেখানে থেমে থাকলে হয়তো এতটা ক্ষেপতেন না এই সিনিয়র ক্রিকেটার।
মাহমুদউল্লাহকে বাজে ভাষা কথা বলেন সেই দর্শক। যা মেনে নিতে পারেননি তিনি। লাফ দিয়ে গ্যালারিতে উঠে সেই দর্শকের দিক ছুটে যান মাহমুদউল্লাহ। এ সময় মোহামেডানের টিম ম্যানেজমেন্টের সদস্যরা তাকে থামান।
ফাইনালে হেরে মোহামেডানকে রানার্সআপ থাকতে হচ্ছে। বিপরীতে ডিপিএলের হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী।
আরএম টিএ