দিলজিতের ছবি থেকে বাদ পড়তে যাচ্ছেন হানিয়া আমির!

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। দিলজিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সর্দার জি থ্রি’তে দেখা মিলবে এ জুটির। সবকিছু ঠিকঠাকই ছিল।

তবে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তপ্ত অবস্থা অনেক হিসাব পাল্টে দিচ্ছে। যার ফলস্বরুপ, ভারতীয় সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে পাকিস্তানি সব ধরনের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের। এবার বাদ পড়ার আশঙ্কায় হানিয়া আমিরও।

গত অক্টোবরে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কোল্যাব করেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

লন্ডনে দিলজিতের কনসার্ট চলাকালীন স্টেজে ওঠেন হানিয়া। অভিনেত্রীর জন্য তাঁর জনপ্রিয় রোম্যান্টিক গান ‘লাভার’ গেয়েছিলেন দিলজিৎ। তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শক। দিলজিতের ভক্ত হানিয়া।

এমন এক ঘটনায় তিনিও দারুণ আনন্দ পেয়েছিলেন সেই দিন। তৈরি হয়েছিল হানিয়ার ‘ফ্যান গার্ল’ মুহূর্ত। গত মাসে জানা যায়, দিলজিতের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করবেন হানিয়া। তার সঙ্গে ‘সর্দার জি থ্রি’তে থাকবেন।

কিন্তু এবার সেই সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছে পহেলগামের জঙ্গি হামলার ঘটনা।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন স্থল পেহেলগামে ২৬জন পর্যটকের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে। যার পর থেকে ভারতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান ও ভারতের সম্পর্কেও ফাটল ধরেছে নতুন করে। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে আরো একবার। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় আটকে দিয়েছে ফাওয়াদ খানের আসন্ন ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও। এসবের মধ্য এবার ‘সর্দার জি থ্রি’ থেকে বাদ পড়তে যাচ্ছেন হানিয়া। তার জায়গায় অন্য এক অভিনেত্রী কাজ করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

সামাজিক মাধ্যমেও হানিয়া আমিরের বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনরা। এটি ভারতীয় সিনেমায় হানিয়ার প্রথম কাজ। তাই হানিয়া ভক্তরা ছিল দারুণ উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের মতে, এই উচ্ছ্বাসে ভাটা পড়তে চলেছে। কেউ কেউ যখন পাকিস্তানি শিল্পীদের বয়কটের পক্ষে আওয়াজ তুলছেন, কেউ কেউ আবার দুই দেশের যুদ্ধকে শোবিজ অঙ্গনে আনতে নারাজ।

ইউকেতে সদ্য শুটিং শেষ করেছে ‘সর্দার জি থ্রি’। হানিয়ার অংশের শুটিংও হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে, অন্য অভিনেত্রীকে কাস্ট করে আবারও সেই অংশের শুটিং করবে নির্মাতা। তবে এ বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি নির্মাতারা।

আরএম টিএ 

Share this news on:

সর্বশেষ

img
“আমি মরিনি ভাই!”—গুজব উড়িয়ে দিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ রোহিত Apr 29, 2025
img
কালো ধোঁয়া ও পলিথিন ব্যবহারে মোবাইল কোর্টের জরিমানা ও সতর্কবার্তা Apr 29, 2025
img
ইংল্যান্ডের নতুন অধিনায়ক সিভার-ব্রান্ট Apr 29, 2025
img
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবুজায়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ Apr 29, 2025
img
আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিত Apr 29, 2025
img
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ কিনতে ৮.৪৪ টাকা গুনবে সরকার Apr 29, 2025
img
বেতন গ্রেড: সরকারি প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর Apr 29, 2025
img
ক্লাসিকো জয় ইন্টারের বিপক্ষে বার্সেলোনার ‘বাড়তি অনুপ্রেরণা’ Apr 29, 2025
img
রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত Apr 29, 2025
img
দেশের ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি Apr 29, 2025