১৮ তম সংবিধান সংশোধনীর জন্য গণঅভ্যুত্থান হয়নি: সারোয়ার তুষার

‘সংশোধনী আর সংস্কার এক নয়। বাংলাদেশে এ পর্যন্ত ১৭টি সংবিধান সংশোধনী হয়েছে; ১৮ নম্বর সংশোধনীর জন্য গণঅভ্যুত্থান হয়নি। প্রয়োজন মৌলিক সংস্কার’- বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (২৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত টক-শোতে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিককালে সংস্কার এবং নির্বাচন কোনটি আগে হওয়া উচিৎ এ বিষয়ে যে তর্ক বিতর্ক চলে আসছে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অভিমত কী তা জানতে চাইলে সারোয়ার তুষার বলেন, আমরাও চাই যে আগে সংস্কার, পরে নির্বাচন। কিন্তু সংস্কারটি অনন্তকাল ধরে চলবে এমনটা আমরা মনে করি না। কিংবা সংস্কার চলমান প্রক্রিয়া, এটা সরকারই করতে থাকবে এটাও মনে করি না। তবে মৌলিক কিছু সংস্কার না করলে বাংলাদেশ আগাবে না।’
তিনি আরও বলেন, আমরা মনে করি না যে এই সংবিধানের সাথে জনগণের কোনো সংযোগ আছে। তবে এমনটাও নয় যে আমরা সংবিধানে বিশ্বাস করি না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটে যেতে হবে। এগুলো হলো মৌলিক সংস্কার।

নির্বাচনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে সব সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে কিনা জানতে চাইলে সারোয়ার তুষার বলেন, সংস্কারগুলো চিহ্নিত করার পরে যেসব সংস্কার সংবিধান সম্পর্কিত নয়, সেগুলো তো অধ্যাদেশ দিয়ে করে ফেলা যাবে। পরবর্তী নির্বাচিত সরকার এগুলোকে অনুমোদন দেবেন। সেগুলো নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট করেই তো নির্বাচনে যাবেন। আর যেগুলো সংবিধান সম্পর্কিত সংস্কার, সেগুলো করার জন্য কাদের এখতিয়ার থাকবে, সেগুলোর জন্য একটা রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্তে যেতে হবে। জুলাই চার্টার হবে। সামনের জুলাই মাসের মধ্যে এই জুলাই চার্টার করতে চায় সরকার।

সংবিধান সংস্কার বা সংবিধান নতুন করে লেখা নিয়ে যে বিতর্ক রয়েছে সে বিষয়ে জানতে চাইলে এনসিপি'র যুগ্ম আহ্বায়ক বলেন, ‘সংবিধান সংস্কার সংসদে করব—এটা হচ্ছে দাবি, আর পদ্ধতি হচ্ছে গণপরিষদ। সংশোধনী আর সংস্কার এক নয়। বাংলাদেশে এ পর্যন্ত ১৭টি সংবিধান সংশোধনী হয়েছে; ১৮ নম্বর সংশোধনীর জন্য গণঅভ্যুত্থান হয়নি। প্রয়োজন মৌলিক সংস্কার।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ