স্ত্রীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত শেয়ার করলেন তাহসান, ভাইরাল হৃদয়ছোঁয়া ছবি

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সম্প্রতি তার স্ত্রী উম্মে হাবিবা রোজার সঙ্গে একটি হৃদয়ছোঁয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, রোজা তাকে ভালোবাসায় জড়িয়ে ধরে আছেন। ক্যাপশনে তাহসান মজার ছলে প্রশ্ন করেন, "কে আঁকড়ে ধরে আছে?"—এই প্রশ্ন ও ছবিটি নেটিজেনদের মধ্যে উষ্ণতা ছড়িয়েছে। অনেকেই তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

তাহসানের প্রশ্নের জবাবে রোজা হাসির ইমোজি দিয়ে মন্তব্য শুরু করেন এবং লেখেন, “আমরা দুজনেই দুজনকে আঁকড়ে ধরে আছি এবং এটা একটা সুন্দর মিশ্রণ।” তার এই আবেগঘন উত্তরে আরও বেশি মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

সম্প্রতি রোজাকে মেক্সিকোর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি সেখানে তোলা নানা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেও ওই সফরে তাহসান তার সঙ্গে ছিলেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তাহসান। যদিও চলচ্চিত্রে তার গান করার সংখ্যা তুলনামূলকভাবে কম। তিনি ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর গেয়েছেন ‘জংলি’ সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গানটি। এছাড়া এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমাতেও তাহসানের কণ্ঠে একটি গান রয়েছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ