অপকর্মে জড়ালে বিএনপিও গণধিকৃত হবে—ঠাকুরগাঁওয়ে হুঁশিয়ারি মহাসচিবের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, অন্যায় করলে মানুষ ভালোবাসবে না। তিনি বলেন, যদি দলের কেউ অন্যায় করে, তাহলে জেলার নেতারা যেন তাকে কঠোরভাবে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন। তিনি সতর্ক করে বলেন, অপকর্ম বন্ধ না হলে বিএনপিও আওয়ামী লীগের মতো গণধিকৃত হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বৈরাচার হাসিনার আমলে আমাদের নেতাকর্মীদের ওপর গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতন চালানো হয়েছে। আমরা পালিয়ে যাইনি, আদালতে লড়েছি। কিন্তু শেখ হাসিনা কেন পালিয়ে বেড়াচ্ছেন?” তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, দেশে ফিরে এসে মামলা মোকাবিলা করুন।

প্রধানমন্ত্রীর অতীত শাসনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে পালাতে বাধ্য হয়েছেন। তিনি দেশে ফিরলে জনগণই তার বিচার করবে।

নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপির কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভোটারদের বিএনপি সমর্থনের কারণে এলাকার উন্নয়ন হয়নি। এটা জনপ্রতিনিধির দায়িত্ব নয়।

তিনি উপস্থিত জনতাকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অনেক নেতা উপস্থিত ছিলেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ