ফের বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত

জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভার (সিসিএস) কমিটির সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন। আগামী বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার সিসিএসের বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করার, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি। নিরাপত্তা কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, যোগাযোগ, স্বাস্থ্যের মতো মন্ত্রীগণ। এরপর অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকেও যোগ দেবেন মোদি।

এদিকে, ভারতের পাকিস্তানের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তের পর পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং কূটনৈতিক সম্পর্ক অবনমনের পাশাপাশি সিমলা চুক্তি বাতিলের হুমকি রয়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা প্রায় প্রতিরাতেই ঘটছে, ফলে সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনা থেকে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা আরও উত্তেজনা বাড়াচ্ছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ