গৃহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এত দিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি।

তিনি আরো বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমসের ও তার ছেলে মুক্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা করেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ