চোটের ধাক্কা, ১০ জনের দল, স্থগিত হওয়া ফাইনালের বাকি ১৫ মিনিট—সব কিছু পেরিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে স্বস্তিতে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর কোচ ভ্যালেরি তিতে জানালেন তার ঘুমহীন এক সপ্তাহের কথা।
“এই জয়ে আমি ভীষণ খুশি। গত সাত দিন আমি ঘুমাইনি,” বলেন তিতে। “সবাই ভাবছে আগের মতোই বসুন্ধরা কিংস, কিন্তু এখনকার দলটি নতুন চ্যালেঞ্জে ভরপুর।”
চোটের কারণে দলের দুই মূল খেলোয়াড় মিগেল ফিগেইরা ও কাজী তারিক রায়হানকে ছাড়াই খেলতে হয়েছে ফাইনাল। এক সপ্তাহ আগেই শুরু হওয়া ফাইনাল ম্যাচটি স্থগিত হয়েছিল ১১৫ মিনিটে, যা মঙ্গলবার শেষ হয়।
দলের আত্মবিশ্বাস ধরে রাখার মূল কৃতিত্ব দিয়েছেন তিতে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে, যিনি টাইব্রেকারে দুর্দান্ত সেভে জিতেছেন ম্যাচসেরা পুরস্কার। শ্রাবণ বলেন, “আমাদের লক্ষ্য ছিল ১৫ মিনিট কাটিয়ে টাইব্রেকারে যাওয়া—পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি।”
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিংসের তপু বর্মন, আর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আবাহনীর মিতুল মারমা।
লিগের শিরোপা না পেলেও ফেডারেশন কাপ জয়ে এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছে কিংস। ফরোয়ার্ড রাকিব বলছেন, এখন তাদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে ভালো করা।
এসএস/টিএ