ঢাকার কাকরাইলে অভিনেতা সিদ্দিকুর রহমানকে জনসম্মুখে মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক সিদ্দিককে ধরে টানাহেঁচড়া করছে, তার জামাকাপড় ছিঁড়ে ফেলছে এবং আওয়াজ দিচ্ছে—“আমরা আওয়ামী লীগের দালাল সিদ্দিককে পুলিশে দিচ্ছি!”
ঘটনাটি নিয়ে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে তিনি লেখেন, “প্রতিবাদ আর ঘৃণা জানিয়ে কোনো লাভ নাই জানি। কেবল মনে হচ্ছে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন! ছিঃ।”
সাবেক এই সরকারি কর্মকর্তা ২০২৩ সালে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। তবে গত বছর সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট সেই পদ হারান তিনি। পরে কর্মস্থলে গেলে হেনস্তার মুখেও পড়েন সহকর্মীদের হাতে।
নিজের অভিজ্ঞতার পাশাপাশি সহকর্মীর উপর এই নির্যাতন তাকে বিচলিত করেছে বলেই মনে করছেন অনেকে। একের পর এক শিল্পীদের বিরুদ্ধে প্রকাশ্য হেনস্তা ও রাজনীতিক রঙ দেওয়া অবস্থানকে ঘিরে শোবিজ অঙ্গন জুড়ে বাড়ছে উদ্বেগ।
আর জ্যোতির মন্তব্যে সেই আতঙ্কই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে—এই দেশ কি সত্যিই সবার জন্য নিরাপদ?