পদ্মা নদীতে টর্নেডো, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে পদ্মা নদীর পানির আকাশে ওঠার একটি অস্বাভাবিক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রায় ১০ মিনিট ধরে এই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দারা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ