একজন দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয়: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মোজো ডেস্ক 10:20PM, Apr 29, 2025
নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ বছর নির্ধারণ এবং সংসদ, রাষ্ট্রপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মেয়াদকাল চার বছর করার প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পার্টির মতবিনিময়ের পর সাধারণ সম্পাদক সাইফুল হক এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন না করার প্রস্তাব, রাষ্ট্রপতির ক্ষমতা যৌক্তিক পর্যায়ে উন্নীত করার পক্ষে মত দিয়েছে পার্টি। এছাড়া, তারা সংবিধানের মূলনীতির সাথে স্বাধীনতার ঘোষণায় উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের মূল্যবোধ যুক্ত করার প্রস্তাবও দিয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে এবং নারীবিরোধী তৎপরতা বন্ধে সাংবিধানিক সুরক্ষা প্রদান করার প্রস্তাবও জানিয়েছে।
মে মাসে ঐকমত্য কমিশনের সাথে আরও একবার মতবিনিময় হবে বলে জানান সাইফুল হক।