পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা বাস্তবায়ন না হলে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, পিএসসিতে যাওয়ার বিষয়টি নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করবে। তারা স্পষ্টভাবে জানান, এই আন্দোলন পিএসসির পরীক্ষা পেছানোর জন্য নয়, বরং পিএসসির সংস্কারের দাবিতে। তারা পিএসসিতে এখনো আওয়ামী লীগের প্রতিনিধি থাকার বিষয়টি উল্লেখ করে, তাদের বরখাস্ত করার দাবি জানান।

ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন বলেন, "আমরা পিএসসির সংস্কার চাই, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।"


এসএস/টিএ

Share this news on: