টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

টাঙ্গাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৯ এপ্রিল) এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

দুদক জানায়, প্রকল্পের কাজ সম্পন্ন না করেই অগ্রিম বিল উত্তোলন, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।
দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুর আলম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মাঠ পর্যায়ে যাচাই শেষে কালিহাতী, মধুপুর, ভূঞাপুর ও সখীপুর উপজেলাতেও অভিযান চালানো হবে।

এমআর/টিএ


Share this news on: