ঘরে ঢুকে পড়ল লোক, কাঁ-প-ছে-ন মৌনী!

মধ্যরাতে মৌনী রায়ের ঘরে ঢুকল অচেনা মানুষ। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ১২টা। ভিতরে মৌনী, দরজা আটকানো ভিতর থেকে। হঠাৎ সেই দরজায় আওয়াজ। তালা খুলে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে কে যেন! ভয়ে চিৎকার শুরু করেন অভিনেত্রী। একা নয়, সঙ্গে ছিলেন অভিনেত্রীর সহকারী।

মৌনী এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ভূতনি’র প্রচারে। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘একটি অনুষ্ঠানের কাজে ছোট এক শহরে গিয়েছিলাম। যদিও এখানে নামটা বলতে চাই না। সেখানে যে হোটেলে উঠেছিলাম, রাতে সাড়ে ১২টার সময় কেউ তালা খুলে আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিল।

কিন্তু আমি চিৎকার করা শুরু করায় সে কিছু করে উঠতে পারেনি।’’ ঘটনার আকস্মিকতায় ভীত, ত্রস্ত মৌনী কাঁপতে শুরু করেন। সেই অবস্থায় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু যে উত্তর পান, তাতে আরও বিস্মিত হয়ে যান অভিনেত্রী।

মৌনী বলেন, ‘‘আমি যখন ওঁদের প্রশ্ন করি একটা হোটেলে এমন কী করে সম্ভব? তখন তাঁরা বলেন ঘর পরিষ্কার করতেই হয়তো কেউ গিয়েছিলেন। কিন্তু অবাক করা কাণ্ড ঘরের দরজায় কোনও টোকা দেননি, ডাকেননি। রাত সাড়ে ১২টার সময় সোজা ঘরে ঢুকতে চাইবে?’’

এমআর/টিএ


Share this news on: