উপস্থাপক মোশাররফ করিম

এবার আর গোয়েন্দা বা পুলিশ নয়, বরং ধরা দিলেন উপস্থাপক হিসেবে! তবে এখানে টিভি নয়, নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে সঞ্চালক চরিত্রে। ঢাকার উত্তরায় চলছে তার নতুন নাটক ‘সংসার বিষের বড়ি’-এর শুটিং, যেখানে সঞ্চালকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

নতুন এই চরিত্রে অভিনয় করে মোশাররফ করিম এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে আর এবার একেবারে ভিন্ন ধরনের ভূমিকায় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।

নাটকের গল্প সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে সংসার জীবনের সুখ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমাদের ভেতরকার কিছু রিপুর কারণে সেই সুখ আমরা খুঁজে পাই না, অথচ সুখের নেয়ামতটা যে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, সেটা বুঝতে পারি না।’

এ ছাড়া মোশাররফ করিম তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘একটি সংসার অবশ্যই বিশ্বাস এবং সম্মানের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। একে অপরের প্রতি সাপোর্ট আর ভালোবাসা থাকা দরকার।’
 
এ নাটকে মোশাররফ করিমের সঙ্গী হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশাকে। নাটকটির গল্প লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

বড় পর্দার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই গুণী অভিনেতা। তিনি বলেন ‘আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না। অনেক বিস্তর, কিন্তু সেটা শিল্প কি না, সেটা আগে দেখতে হবে। নানান ধরনের সিনেমা হতে পারে; কিন্তু সেই সিনেমায় উত্তীর্ণ হওয়াটাও একটা ব্যাপার। ধরুন আমি একটি অ্যাকশন সিনেমা করব; কিন্তু সেটা যেন দেখে মনে হয় ডিরেক্টরের মস্তিষ্কপ্রসূত। সেটা যেন অমুক দেশের থেকে দেখে করা এমনটা মনে না হয়। এমন সিনেমাতেই আমি কাজ করতে চাই, যেটা দেশের গল্প, মৌলিক গল্প।

এমআর/টিএ


Share this news on: