শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে অংশগ্রহণে নিষেধাজ্ঞা

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশে অংশগ্রহণে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে, শিক্ষার্থী-কেন্দ্রিক নয়—এমন যেকোনো মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন নানা ইস্যুতে আয়োজিত মিছিল-সমাবেশে অংশ নিচ্ছে। এতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবক—উভয়ের মাঝেই উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী রাখতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কো-কারিকুলার কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে একটি কো-কারিকুলার কার্যক্রমের তালিকাও সংযুক্ত করা হয়েছে।

এ লক্ষ্যে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে অভিভাবকদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগের দৃশ্যমান বিচার দেখতে চাই: সাকি Apr 30, 2025
img
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ Apr 30, 2025
img
‘একতরফা সম্পর্ক টেকে না’, জাভেদ আখতারের কণ্ঠে পাক শিল্পীদের বয়কটের ডাক Apr 30, 2025
img
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত Apr 30, 2025
img
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ Apr 30, 2025
২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025
পাকি"স্তানকে শায়েস্তা করতে কার সঙ্গে হাত মেলালো ভারত? Apr 30, 2025
img
মিরাজের স্বপ্নময় দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ Apr 30, 2025