যুবদল নেতার বিরুদ্ধে শিশুসহ ৩ নারীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর রামপুরায় এবার জমি দখলে গিয়ে, একই পরিবারের শিশুসহ ৩ নারীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা এস কে লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন ও তার কয়েকজন সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায়, কয়েকজন নারী ও শিশুর ওপর সংঘবদ্ধ হামলা করছে একদল দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী। হাতেনাতে আটক করা হয় হামলায় নেতৃত্ব দেয়া স্থানীয় যুবদল নেতা এস কে লিটন ও তার কয়েকজন সহযোগীকে। জানা যায়, জায়গা জমির দ্বন্দ্ব থেকেই এমন ঘটনার সূত্রপাত।

আহতদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেয়া এস কে লিটন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধ করে বেড়াতো। আর এখন যুবদলের রাজনীতির নামে লিপ্ত রয়েছেন চাঁদাবাজি ও দখলবাজিতে।

স্থানীয় একজন বলেন, আমাদের কোলে বাচ্চা ছিল তাদের গায়েও মেরেছে তারা। আমার ও আমার ছোটবোনের কোলে বাচ্চা ছিল। আমাদের বাচ্চাসহ নিচে ফেলে মেরেছে ওরা।

হামলার শিকার পরিবারটির দাবি, স্থানীয় মাদরাসার প্রতিষ্ঠাতা ইয়াহ ইয়ার নির্দেশেই সবকিছু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এলো ঘটনার ভয়াবহতা।

স্থানীয় একজন বলেন, এসে দেখি মারামারি হচ্ছে। আরেকজন বলেন, তারা মহিলা মানুষ এসে প্রতিবাদ করেছে। এ সময় মহিলাদের ওপর পুরুষরা হামলা করেছে।

মাদরাসার একজন বলেন, এ ব্যাপারে আমরা জানি না। দায়িত্বশীল যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা তিনিই ভালো বলতে পারবেন। পুলিশ বলছে, হামলার বিভিন্ন প্রমাণ তারা হাতে পেয়েছেন। নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান বলেন, কিছু ভিডিও ফুটেজ আমরাও দেখেছি। আমরা আরও দেখব, ইনভেস্টিগেশন করব। আমরা দল দেখে ব্যবস্থা নেব না, অপরাধীকে অপরাধী হিসেবেই শনাক্ত করব এবং সেভাবেই ব্যবস্থা নেব।

প্রভাবশালী রাজনৈতিক দলের কেউ এই জবরদখলের চেষ্টায় জড়িত থাকলে ছাড় না দেয়ার হুশিয়ারি দেন ওসি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘একতরফা সম্পর্ক টেকে না’, জাভেদ আখতারের কণ্ঠে পাক শিল্পীদের বয়কটের ডাক Apr 30, 2025
img
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত Apr 30, 2025
img
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ Apr 30, 2025
২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025
পাকি"স্তানকে শায়েস্তা করতে কার সঙ্গে হাত মেলালো ভারত? Apr 30, 2025
img
মিরাজের স্বপ্নময় দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ Apr 30, 2025
img
টলিউডে পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া, প্রথম ছবিতে ঋত্বিক-সৌম্যর সঙ্গে জুটি Apr 30, 2025
img
‘হারিয়ে গিয়েছি’— উষ্ণ রাশির খোঁজে এখন নেটদুনিয়া! Apr 30, 2025