ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এক বছরের জন্য 'অসাধারণ' ছুটিতে গেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখার উপ-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম, জানিয়েছেন কালবেলাকে।
তিনি বলেন, ওনার আবেদনের প্রেক্ষিতে সিএন্ডবি-তে সেই আবেদন গৃহীত হয়। পরে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদন করে। ১ মার্চ থেকে তিনি এই ছুটি কাটাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, অধ্যাপক মাকসুদ কামালের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সিএন্ডবি এই সুপারিশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এই আবেদন গ্রহণ করে তাকে এক বছরের জন্য এই ছুটি প্রদান করে।
ছুটির ধরন অনুযায়ী একে ‘অসাধারণ’ ছুটি হিসেবে সংজ্ঞায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। মার্চ মাসের ১ তারিখ থেকে ছুটি কাটাচ্ছেন তিনি।
আরএ/টিএ