রিকশা ভাড়ার ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রিকশাভাড়া ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কানাইপুর শান্তিনগর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিনগর এলাকার বাহার মিয়ার ছেলে রুহুল আমীন মঙ্গলবার সকালে একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার নিকট বাকী রিকশা ভাড়া বাবদ ৫০ টাকা খোজঁতে যায়। এতে আলমগীর ভাড়া না দিয়ে রুহুল আমীনের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করলে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে গুরুতর আহত বাহার মিয়ার ছেলে রুহুল আমীন (২৪), তার স্ত্রী জাহান্নাতুল বেগম (২১), জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তাহমিনা বেগম (২০), লালা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩২), মন্নাফ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৪৫), রুশন মিয়ার ছেলে সিতন মিয়া (৩৩), বারিক মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩০), শাহান উল্লার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), শাহান উল্লার ছেলে উমর আলীকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025
পাকি"স্তানকে শায়েস্তা করতে কার সঙ্গে হাত মেলালো ভারত? Apr 30, 2025
img
মিরাজের স্বপ্নময় দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ Apr 30, 2025
img
টলিউডে পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া, প্রথম ছবিতে ঋত্বিক-সৌম্যর সঙ্গে জুটি Apr 30, 2025
img
‘হারিয়ে গিয়েছি’— উষ্ণ রাশির খোঁজে এখন নেটদুনিয়া! Apr 30, 2025
img
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫ Apr 30, 2025
img
রাজশাহীর বাজারে চড়া দামে রসালো ফল লিচু Apr 30, 2025
img
বিভেদ মুক্ত সমাজ গড়তে ভালোবাসা সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল Apr 30, 2025