দেম্বেলের গোলে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে বিশ্বকাপজয়ী উসমান দেম্বেলের গোলে জয় তুলে নিয়েছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে  আর্সেনালকে ১-০ গোলে হারালো পিএসজি। এতে চার মৌসুম পর আবারও ফাইনালের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি।

দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নেয় পিএসজি। যার ৪টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে আর্সেনালের নেয়া ১০ শটের ৫টি ছিল লক্ষ্য বরাবর। তবে তারা গোল আদায় করে নিতে পারেনি। 

তবে ম্যাচের চতুর্থ মিনিটে করা উসমান দেম্বেলের বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে খাবিচা বারাতসখেলিয়া বক্সে ঢুকে পাস দেন দেম্বেলেকে। নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। লিড পেয়ে যায় লুইস এনরিকের দল পিএসজি। 

এ ছাড়া, ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল সফরকারীদের। তবে বক্সের ভেতর থেকে ফাবিয়ান রুইজের নেয়া শট বারে লেগে ফিরে আসে। ৪০তম মিনিটে গোলের সুযোগ মিস করে আর্সেনাল। এর পাঁচ মিনিট পর বুকায়ো সাকার ক্রস একটুর জন্য জালে জড়াতে ব্যর্থ হন মার্টিনেল্লি।

বিরতির পর মাঠে নেমেই গোলের দেখা পেয়েছিল আর্সেনাল। ডেকলাইন রাইসের ফ্রি-কিক বক্সে হেডে জালে জড়িয়েছিলেন মেরিনো। কিন্তু অফ সাইড ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়। ৫৬তম মিনিটে তো ওয়ান অন ওয়ান পজিশনে ডোনারুম্মাকে পরাস্ত করতে ব্যর্থ হন ট্রোসার্ড।

সমতায় ফিরতে এরপরও কয়েকটি জোরালো আক্রমণ শানিয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। কিন্তু দোন্নারুম্মা একাই একশ হয়ে গেলে কিছুই করা থাকে না। শেষ পর্যন্ত দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউই গোলের দেখা পায়নি। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

এ নিয়ে চলতি মৌসুমের ইউসিএলে চার ইংলিশ ক্লাবের সবকটিকেই হারাল পিএসজি। আর্সেনালের আগে তাদের  কাছে হারের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। ভিলাকে হারিয়ে এ নিয়ে গত ৬ ইউসিএলের মধ্যে চতুর্থবার সেমিতে উঠে মার্কিনিয়োস-ফ্যাবিয়ান রুইজরা। বিপরীতে ওডেগার্ড-সাকাদের আর্সেনাল ২০০৯ সালের পর সেমিতে খেলতে নেমে প্রথম লেগে হোঁচট খেলো।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী ৭ মে নিজেদের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে আর্সেনালকে আতিথেয়তা দেবে প্যারিসের ক্লাবটি। ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আগামীকাল (বুধবার) রাত ১টায় ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। 

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে জীবনযাপন করছেন : তারেক রহমান Apr 30, 2025
img
গত আট মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ আটকাল দুদক Apr 30, 2025
img
আ.লীগের দৃশ্যমান বিচার দেখতে চাই: সাকি Apr 30, 2025
img
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ Apr 30, 2025
img
‘একতরফা সম্পর্ক টেকে না’, জাভেদ আখতারের কণ্ঠে পাক শিল্পীদের বয়কটের ডাক Apr 30, 2025
img
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত Apr 30, 2025
img
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ Apr 30, 2025
২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025