সীমান্তে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিওটিভি নিউজ।

সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয়। সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি ছিল ফ্যান্টম ৪ মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভূপাতিত করা হয়। পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘটে।

ড্রোন সংক্রান্ত বারবার সীমালঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে।

তারা আরও বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন। প্রতিপক্ষের এই ধরনের উসকানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। পাকিস্তান সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

পাকিস্তান সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত থেকে বুধবার (৩০ এপ্রিল) ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাকে দায়ী করলেন আফ্রিদি May 01, 2025
জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে যা বললেন ইলিয়াস May 01, 2025
মানবিক করিডর নিয়ে যে অভিযোগ ভিপি নুরের May 01, 2025
ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত May 01, 2025
আসিফ মাহমুদের বি'রু'দ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশ-জনতা হট্টগোল May 01, 2025
img
জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ May 01, 2025
দুদকের তদন্তে খোঁজ মেলেনি ‘হাওয়া ভবনের’! May 01, 2025
বাংলাদেশে কতো দামে বিক্রি হচ্ছে আইফোন ১৬ প্রো ম্যাক্স? May 01, 2025
খলিফা উমরের শাসনের মতো প্রশ্নবিদ্ধ হোক রাষ্ট্র, যেকারণে এমন চায় হাসনাত আব্দুল্লাহ May 01, 2025
বিভিন্ন রোগের ঔষধ বিক্রির বিষয়ে মুখ খুললেন ডাঃ জাহাঙ্গীর May 01, 2025