চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার ঝকঝকে ইনিংসের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
অষ্টম ও নবম উইকেটে তাইজুল ও তানজিম সাকিবকে নিয়ে দুটি দুর্দান্ত জুটি গড়েন মিরাজ। ৬৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে তাইজুল বিদায় নিলে নবম উইকেটে তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন প্রায় শতরানের জুটি।
এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিব ৪১ রান করে যখন বিদান নেন তখন মিরাজ সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে। মিরাজ বাকি কাজ সারেন হাসান মাহমুদকে নিয়ে। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
মিরাজ ১৪৫ বলে ১০১ রানে অপরাজিত।
১১ চার ১ ছক্কায় ১০০ রানের ইনিংসটি সাজান।
বাংলাদেশ প্রথম ইনিংস ১২৬ ওভারে ৯ উইকেটে ৪৪১। এখন পর্যন্ত ২১৩ রানের লিড নিয়েছে।
আরএম/টিএ