পহেলগামের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। এরই অংশ হিসেবে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এর মাঝে পাকিন্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্তরা তার কাছে এক ব্ক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে।
ভারতেও এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই হানিয়ার জন্য চিন্তিত হয়েই এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে ।তাঁদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।