পাকিস্তানে সেনা অভিযানে প্রাণ গেল ১০ সন্ত্রাসীর

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অন্তত ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোম ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চলানো হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার ৩ জন এবং জিয়ারাত জেলার ৭ জন খারিজি (সন্ত্রাসী)-কে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।”

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, “সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ।”

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ চ্যালেঞ্জিং ছিল।

 “জিয়ারাতের চোতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা”, বলেন ওই সেনা কর্মকর্তা।

পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।


আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
বুয়েট ক্লাবের কনসার্ট থেকে বাদ, অভিযোগ তুললেন ন্যান্সি Apr 30, 2025
img
‘সরকার ৫ মিনিটও সময় পাবে না’—নারী নীতি ইস্যুতে সরকারের বিরুদ্ধে চরমোনাই পীর Apr 30, 2025
img
কাশ্মীর হামলায় মর্মাহত ভারতী সিং, বললেন— “বিমানেও কেঁদেছি” Apr 30, 2025
img
শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ি-জমি ক্রোকের আদেশ Apr 30, 2025
img
ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল Apr 30, 2025
img
মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে জীবনযাপন করছেন : তারেক রহমান Apr 30, 2025
img
গত আট মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ আটকাল দুদক Apr 30, 2025
img
আ.লীগের দৃশ্যমান বিচার দেখতে চাই: সাকি Apr 30, 2025
img
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ Apr 30, 2025
img
‘একতরফা সম্পর্ক টেকে না’, জাভেদ আখতারের কণ্ঠে পাক শিল্পীদের বয়কটের ডাক Apr 30, 2025