আন্তর্জাতিক ক্যারিয়ারে ফর্মের উত্থান-পতনের পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাবর আজমের। গত এক বছরে টেস্ট ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাট থেকেই তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়। এ নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এক সাক্ষাৎকারে বাবর বলেন, “আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে নির্বাচক ও কোচরা কী ভাবছেন, সেটি তারাই ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করি প্রতিটি ফরম্যাটে পারফর্ম করতে। আমাকে আগে শুধু ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল— দেখা যাক তারা এখন কী সিদ্ধান্ত নেয়।”
টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ও ব্যাটিং স্টাইল নিয়ে সমালোচনা থাকলেও বাবর বলেন, “স্ট্রাইকরেট নিয়ে অনেক বেশি কথা হয়। আমি দলের প্রয়োজন বুঝেই খেলি। নিজেকে প্রমাণ করার কিছু নেই— সবাই জানে আমি কে। দলের প্রয়োজনে আমি ৬ নম্বর থেকে ওপেনিং—সব পজিশনে খেলেছি।”
এই মুহূর্তে পিএসএলে পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজের পারফরম্যান্স এবং দলের অসঙ্গতি নিয়ে বলেন, “আমরা উইনিং কম্বিনেশন তৈরির চেষ্টা করছি। তবে ধারাবাহিকতা দরকার। ফিল্ডিং, ক্যাচ হাতছাড়া এবং ভুল সময়ে উইকেট হারানো সমস্যা।”
তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেকে সবচেয়ে বেশি পছন্দ বাবরের। বলেন, “ওয়ানডে ধৈর্য পরীক্ষা করে। বড় ইনিংস খেলেও এর গুরুত্ব থাকে। আমি এখনো পাকিস্তানের হয়ে বড় কিছু অর্জনের লক্ষ্য নিয়ে খেলি। র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলাম না।”
বাবর আজমের এই বক্তব্য জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এসএস/এসএন